রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : স্ত্রীকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে গ্রেফতারকৃত স্বামী তানজিম আহম্মেদ। গত শনিবার বিকেলে সাতক্ষীরার বিচারিক আদালত -৩ এর বিচারক মহিদুল হাসানের কাছে এ জবানবন্দি দেন। গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আদালতে স্বীকারোক্তি প্রদানকারি তানজিম আহম্মেদ দেবহাটার পারুলিয়া গ্রামের আব্দুস সবুরের ছেলে

নিহত হাফেজা সাইমা খাতুন (১৮) কালিগঞ্জ উপজেলার মৌখালী গ্রামের হারুন অর রশিদের কন্যা।
মামলার তদন্তকারি কর্মকর্তা দেবহাটা থানার উপপরিদর্শক রাজীব কুমার মণ্ডল জানান, মেয়ে হাফিজা সাইমা খাতুনকে শুক্রবার রাতে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মা রাবেয়া খাতুন বাদি হয়ে শনিবার থানায় একটি হত্যা মামলা (জিআার-২০ দেবহাটা) দায়ের করেন। পুলিশ শনিবার সকালে তানজিম আহম্মেদকে গ্রেফতার করে। বিকেলে তানজিম আহম্মেদ বিচারিক হাকিম মহিদুল হাসানের কাছে মানসিক অবস্থা ঠিক ছিল না উল্লেখ করে স্ত্রী হাফিজা সাইমা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

(আরকে/এসপি/মার্চ ১০, ২০২৪)