স্টাফ রিপোর্টার : বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেছেন, ঢাকায় এসে একটি লেবুর দাম বেড়ে তিন গুণ হয়ে যাচ্ছে। কীভাবে দাম এত বেড়ে যাচ্ছে, ছোট একটা লেবুর দাম এত বেশি কীভাবে হচ্ছে এ নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন করেন প্রতিমন্ত্রী ।

রবিবার (১০ মার্চ) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার তদারকিতে গিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মোহাম্মদপুর টাউন হল বাজারে এক হালি লেবুর দাম সর্বোচ্চ ৬০ টাকা। তাতে একেকটি লেবুর দাম পড়ে ১৫ টাকা। অথচ আমি আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইলে খোঁজ নিয়ে জানলাম, সেখানে পাইকারিতে প্রতিটি লেবু ৫-৬ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকায় এসে একটি লেবুর দাম বেড়ে তিন গুণ হয়ে যাচ্ছে। এ অঙ্ক কোনোভাবেই মিলছে না।’

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘রোজায় লেবু, শসা ও বেগুনের চাহিদা একটু বেশি থাকে। এখন আপনারা খুচরা ব্যবসায়ীরা অভিযোগ করছেন, কারওয়ান বাজারের মতো পাইকারি বাজারে এসব পণ্যের দাম বেশি রাখা হচ্ছে। তাই আমরা সরকারের অন্য সংস্থার সঙ্গে মিলে উৎপাদন পর্যায় থেকে সবখানে নজরদারি বাড়াব। কেউ কারসাজি করে দাম বাড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’


(ওএস/এএস/মার্চ ১১, ২০২৪)