স্পোর্টস ডেস্ক, ঢাকা : মাত্র ১১টি ম্যাচে এই টেস্টের আগে মুমিনুল হক সাদা পোশাকে মাঠে নেমেছেন। তার ৭টি ইনিংসে তিনি আউট হয়েছেন ৫০ পূর্ণ করার পর। আর শতক আছে ৩ টি। সর্বশেষ শতক করেছেন এ বছর ফেব্রুয়ারিতে। এর পর চারবার পঞ্চাশের ধাঁধায় আটকা পড়েছেন তিনি। এবার আর তেমনটি হলো না। শতকের স্বাদ নিয়েই ছাড়লেন। বিষ্ময়ের ব্যাপার হল নিজের ব্যাটিং গড়কে তিনি নিয়ে গেছেন ৬০ এর ঘরে। যা অনেক রথী-মহারথীরও নেই।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র ৫ জন ব্যাটসম্যানের টেস্ট গড় ৬০ বা তার উপরে। এদেরই একজন হলেন বাংলাদেশের মুমিনুল হক। ৫ জনের মধ্যে অস্ট্রেলিয়ার স্যার ডন ব্রাডম্যানের গড় ৯৯.৯৪, দক্ষিণ আফ্রিকার পোলকের ৬০.৯৭, উইন্ডিজের হেডলির ৬০.৮৩, ইংল্যান্ডের এইচ স্টুক্লিপ ৬০.৭৩ এবং বাংলাদেশের মুমিনুলের ৬০.৫৭।

(ওএস/পি/নভেম্বর ১৫, ২০১৪)