সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি বিভাগের দানাদার নন-রাইস জাতের নতুন গমের বাম্পার ফলনের প্রদর্শনী খামার কৃষকদের সরেজমিনে ঘুরিয়ে দেখানে হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার টাউন নওয়াপাড়া গ্রামের কৃষক সিদ্দিক তালুকদার, হাবিবুর রহমান ও নুর মোহম্মদের তিনটি প্রদর্শনী খামারে বারি ৩৩ নতুন জাতের চাষ করা গম কৃষকদের দেখানো হয়। এক একটি প্রদর্শনী খামারে শতকে ৩০ কেজি নতুন জাতের গমের বাম্পার ফলন হবে বলে আশা করছে কৃষি বিভাগ।

নতুন জাতের গমের প্রদর্শনী খামারে অর্ধশতাধিক কৃষক ও কৃষানীদের ওরিয়েন্টশন অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরত জাহান পুনম ও উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিপুল চন্দ্র পাল উপস্থিত ছিলেন।

(এসএসএ/এএস/মার্চ ১১, ২০২৪)