নারায়ণগঞ্জ প্রতিনিধি : নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলছেন, জিয়াউর রহমান, আব্দুর সাত্তার, খালেদা জিয়া মিলে ১৬ বছর ক্ষমতায় ছিলেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তাদের সময়ের চেয়ে আমরা ৬ বছরে বেশি উন্নয়ন করেছি।

তিনি আরো বলেন, আমরা ৬ বছরে যদি ১৬ গুণ বেশি উন্নয়ন না করে থাকি তাহলে রাজনীতি ছেড়ে দেব।

আজ শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিআইডব্লিউটিএ’র ল্যান্ডিং স্টেশন এলাকায় শীতলক্ষ্যা নদীর বাঁধ ও ওয়াকওয়ে নির্মাণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, খালেদা জিয়ার চোখে ছানি পড়ে গেছে। এ জন্য আমাদের উন্নয়ন চোখে পড়ে না। তারা জামায়াত শিবিরকে সঙ্গে নিয়ে গাড়িতে বোমা মেরে মানুষ হত্যা করে। তারা কোরআন হাদিস পুড়িয়ে, ৬০ হাজার গাছ কেটে, রেললাইন উপড়ে ফেলে মানুষকে হত্যা করে শেখ হাসিনাকে উৎখাত করতে চেয়েছিল।

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে শাজাহান খান বলেন, যুদ্ধাপরাধীদের বিচার স্বচ্ছ হচ্ছে বিধায় বিএনপি কোনো সুস্পষ্ট প্রতিক্রিয়া দেয়নি। যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে বাংলাদেশকে পাপমুক্ত করতে হবে।

বিআইডব্লিউটিএ’র সদস্য (প্রকৌশল) মফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সোহরাব হোসেন শেখ, বিআইডব্লিউটিএ’র সদস্য (অর্থ) মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা প্রমুখ।

(ওএস/এএস/নভেম্বর ১৫, ২০১৪)