রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের ইসলামপুরে মুরগির রান্না করা বাসি গোশত ফ্রিজে রাখা এবং মেয়াদোত্তীর্ণ কোকাকোলা রাখার দায়ে বনশ্রী হোটেল মালিককে ৫ হাজাট টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার নিত্যবাজারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইসলামপুর উপজেলার ইউএনও মো. সিরাজুল ইসলাম এ জরিমানা করেন।

ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণে ইসলামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. সিরাজুল ইসলাম। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে বনশ্রী হোটেলে মুরগির রান্না করা বাসি গোশত ফ্রিজে রাখাসহ মেয়াদোত্তীর্ণ কোকাকোলা রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫২ ধারায় ওই হোটেলের মালিক রাসেল মাহমুদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও মো. সিরাজুল ইসলাম। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা জমা দেন দণ্ডিত হোটেল মালিক।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার এবং সেনেটারি ইনস্পেকটর কমল পাল। বিভিন্ন কাঁচামালসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, 'ভ্রাম্যমাণ আদালতে এক হোটেল মালিকের কাছে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।'

(আরআর/এএস/মার্চ ১৩, ২০২৪)