ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীন এর ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত
শেখ ফয়েজ আহমেদ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুরে পল্লী কবি জসীমউদ্দীনের বাড়িতে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পল্লী কবি জসীমউদ্দীনের ৪৮ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ।
ফরিদপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) ইয়াসিন কবীর এর সভাপতিত্বে কবির ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পন,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার,পিএএ। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন ,বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুস সামাদ, অধ্যাপক মোহাম্মদ শাহজাহান সহ ফরিদপুর জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ , পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পল্লীকবি জসীমউদ্দীনের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা পল্লীকবি জসীমউদ্দীনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে আলোচনা করেন।
(এসএফএ/এএস/মার্চ ১৪, ২০২৪)