স্টাফ রিপোর্টার : দেশে এখন গণতন্ত্র বলতে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

তিনি বলেন, গণতন্ত্র আজ স্বৈরতন্ত্রে রূপান্তরিত হয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনের পর গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

৫ জানুয়ারির নির্বাচন কোন প্রক্রিয়ায় হয়েছে, তা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি ইমামের বক্তব্যে পরিস্কার হয়েছে উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, গণতন্ত্রকে রক্ষা করতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সময় এসে গেছে লুপ্ত গণতন্ত্রকে পুনরুদ্ধার করার। এজন্য সকল ভয়-ভীতির ঊর্ধ্বে ওঠে আগামী দিনের আন্দোলন কর্মসূচি সর্বাত্মক সফল করতে হবে।

রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গ-সংগঠনগুলো যৌথভাবে এ প্রতিনিধি সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু।

(ওএস/এএস/নভেম্বর ১৫, ২০১৪)