রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে ‌৪০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

ফরিদপুর জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭-১০ মিনিটের সময় কোতয়ালী থানাধীন গোয়ালচামটের র‌্যাফেলস-ইন মোড়ের চার তলা বিশিষ্ট খান ভবনের সামনের পাকা রাস্তার উপর হতে মো. রতন খান (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। মো. রতন খান ফরিদপুর পৌরসভার রথখোলা এলাকার মৃত হালিম খান ও মৃত সকিনা বেগমের পুত্র বলে জানা গেছে।

এ সংক্রান্তে স্থানীয় কোতোয়ালি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

(আরআর/এসপি/মার্চ ১৫, ২০২৪)