মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়। গত বৃহস্পতিবার রাতে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড হালিম মার্কেটে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড চর লক্ষী গ্রামের আব্দুল সহিদের পুত্র মোঃ নুর উদ্দিন (৫৫), আব্দুর রহিমের পুত্র মোঃ হেলাল (৪৫) এবং আব্দুল মালেকের পুত্র মোঃ সাহেদ (৩০)।

ভুক্তভোগী হেলাল, নুর উদ্দিন, সহেদ অভিযোগ করে বলেন, আহত হেলাল চর লক্ষী গ্রামের হালিম মার্কেটের মুদি ব্যবসায়ী রহিম ডুবাইয়ালার দোকানের নিয়মিত কাস্টমার কেনাকাটার এক পর্যায়ে হেলাল এর কাছ থেকে ২ হাজার টাকা পান, তার মধ্যে ৫০০ টাকা হেলাল পরিশোধ করে দেন, পরবর্তিতে রহিম হেলালের থেকে ৪ হাজার ৫ শ টাকা দাবী করে ঘটনারদিন আহত হেলাল উদ্দিন বাজার ব্যবসায়ীরাসহ কয়েকজন রহিম ডুবাইওয়ালার কাছে তার খাতা দেখে হিসেব চাইতে গেলে কথাকাটাকাটির এক পর্যায়ে রহিম ডুবাইওয়ালার পুত্র রাসেল (২৫), হাসান (২২) মেঘ লাইট, রড় এবং লাঠিসোটা দিয়ে হেলালকে এলোপাতাড়ি পিটাতে থাকে নুর উদ্দিন এবং সহেদ বাঁচাতে এলে রাসেল নুর উদ্দিনকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় এবং শহিদকে মারধর করে আহত করে পরে স্থানীয়রা আহত নুর উদ্দিন, হেলাল এবং সহিদ কে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করে। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অভিযুক্ত রহিম ডুবাইয়ালা ঘটনার সত্যতা স্কিকার করে মুঠো ফোনে বলেন, হেলালের কাছে পাওনা টাকা নিয়ে মারধর হয়েছে, রাসেলকেও তারা মারধর করেছে রাসেলও তাদের মারধরের পলে শরীরে আছড় লেগেছে।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(এস/এসপি/মার্চ ১৫, ২০২৪)