বরগুনা প্রতিনিধি : দীর্ঘ নয় বছর পরে গতকাল শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে বরগুনা জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ উপলক্ষে বরগুনা বঙ্গবন্ধু কমপ্লেক্সে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা আ.লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ এমপি।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রি আমীর হোসেন আমু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাড. ইউসুফ হোসেন হুমায়ুন, কেন্দ্রীয় আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, আলীগের তথ্য ও গবেষনা সম্পাদক এ্যাড. আফজাল হোসেন। সভাপতিত্ব করেন বরগুনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও বরগুনা-১ আসনে সংসদ সদস্য এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু । সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, বরগুনা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব খান মোশাররফ হোসেন। আলোচনা সভার পরিচালনা করেন বরগুনা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির। পরে মধ্যাহ্ণভোজ শেষে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে জেলা আ.লীগের নতুন নেতৃত্ব নির্বাচিত করতে জেলার সকল উপজেলার নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।

(এমএইচ/পি/নভেম্বর ১৫, ২০১৪)