মো: আল-আমিন, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারের দেয়া মতো মসজিদের জন্য সাবমার সিবুল পানির পাম্প মসজিদের জায়গায় না বসিয়ে যুবলীগ নেতা ক্ষমতার দাপটে নিজের বাড়িতে বসিয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার ভূনবীর ইউপি এলাকার পশ্চিম পাড়া গ্রামের মৃত হাবিব উল্লাহ’র ছেলে যুবলীগ নেতা সাইফুর রহমান তারেক বাড়িতে বসিয়ে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ করছেন এলাকাবাসী। তিনি ২ নং ভূনবীর ইউনিয়ন যুবলীগ কমিটির দপ্তর সম্পাদকের দায়িত্বে আছেন।

সরেজমিন গিয়ে দেখা যায় তার বাড়িতে পানির পাম্প বসিয়ে পানির লাইন নিয়েছেন বাড়ির ভিতরে। এলাকাবাসী ভাষ্যমতে, এই সরকারি পানির পাম্পটি মসজিদের জন্য ও স্থানীয় মানুষের ব্যবহার করার জন্য বসানোর কথা থাকলেও সাইফুর রহমান তারেক ক্ষমতা দেখিয়ে তার বাড়িতে বসিয়েছে। মসজিদের কাজে বা অন্য কোন মানুষের পানি খাবার কোন ধরনের সুযোগ নেই।

পশ্চিম পাড়া মসজিদের সভাপতি দাবী করে যুবলীগ নেতা সাইফুর রহমান তারেক বলেন, মসজিদের কাজে ও স্থানীয় মানুষ যেন পানি ব্যবহার করতে পারেন সেজন্য এখানে পানির পাম্প বসানো হয়েছে।

মসজিদ কমিটির বর্তমান সভাপতি মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক আমান মিয়া বলেন, সাইফুর রহমান তারেক পশ্চিম পাড়া মসজিদের সভাপতি নয়। সে মসজিদের সভাপতি দাবি করে মানুষের কাছে বলে বেড়াচ্ছেন। মসজিদের কথা বলে সে তার বাড়িতে সরকারি পানির পাম্প বসিয়ে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন।

স্থানীয় বাসিন্দা আবিদ মিয়া, মাহমুদ উল্লাহ, আউয়াল মিয়া, জালাল আহমেদ সেলিম, আব্দাল মিয়া সহ আরও কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, আমাদের পশ্চিম পাড়া গ্রামের মসজিদে ২০২৩ সালের ডিসেম্বর মাসে পানির পাম্প বসানো হয়। অথচ মিথ্যা বলে মসজিদের নামে সরকারিভাবে একটি পানির পাম্প এনে সাইফুর রহমান তারেক তার বাড়িতে পানির পাম্পটি বসিয়েছেন।

তারা আরো জানান, যেহেতু আমাদের মসজিদে একটি পানির পাম্প রয়েছে এবং মসজিদের নামে তিনি যে পানির পাম্পটি এনে তারেক তার বাড়িতে বসিয়েছেন এই পাম্পের সমপরিমান ব্যয়ের টাকা আমাদের মসজিদে দান করলে মসজিদের উন্নয়নে কাজে লাগবে।

(এ/এসপি/মার্চ ১৮, ২০২৪)