যশোর প্রতিনিধি : যশোর শহরের নিউমার্কেট এলাকায় প্রায়  ৪কোটি টাকা মূল্যে স্বর্ণের বারসহ দুই জন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আটককৃতরা হলেন, বেনাপোল পুটখালী এলাকার ইমানুর রহমানের ছেলে শহীদুল ইসলাম (৩০) ও শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের আলাউদ্দিনের ছেলে সুমন হোসেন (২৮)।

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নিউমার্কেট ঘোষ ডেয়ারীর সামনে অভিযান পরিচালনা করে গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। ঢাকা থেকে বেনাপোলগামী একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো-গ ৩৭-০০৩১) গতিবিধি সন্দেহজনক হলে অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) জুয়েল ইমরানের নেতৃত্বে গাড়িটি তল্লাসি করা হয়। এ সময় প্রাইভেট কারের সিটের পিছন থেকে বিশেষ ভাবে কসটেপে মোড়ানো ৩২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৩কেজি ৩শত ৫৬ গ্রাম। যার বাজারমূল্য প্রায় কোটি টাকা। স্বর্ণ পাচারের কাজে জড়িত ওই ২যুবকসহ পাচার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।

যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ঢাকা থেকে প্রাইভেট কারে স্বর্ণের একটি বড় চালান বেনাপোল যাবে। স্বর্ণ পাচার কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়। গাড়ি তল্লাসি করে ছোট বড় ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। স্বর্ণ পাচারের সাথে জড়িত ২জনকে আটক করা হয়েছে। পাচার কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করাসহ স্বর্ণ পাচার কারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, যশোর জেলার পুলিশ পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে অবৈধ চোরাচালান, মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যহত রাখা হবে।

(এসএমএ/এএস/মার্চ ১৮, ২০২৪)