বগুড়া প্রতিনিধি : বগুড়ায় পুলিশের সঙ্গে শিবিরের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, রাবার বুলেট নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় শিবিরের আজিজুল হক কলেজ সভাপতি সামিউলসহ ৮ জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন-মুশফিকুর রহমান, কায়েস উদ্দিন, আব্দুল মতিন, শরিফুল ইসলাম, উজ্জ্বল হোসেন, সামিউল ইসলাম, শাহ আলম ও রেজাউল করিম।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম ফয়জুর রহমান জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮টায় ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখা শহরের জিরোপয়েন্ট সাতমাথা এলাকায় বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি প্রেস ক্লাবের সামনে যাওয়ার পর উপ-পরিদর্শক (এসআই) আসলামের নেতৃত্বে একদল পুলিশ মিছিলের সামনে ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়।

পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাত রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় শিবিরকর্মীরা সেখানে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আট শিবির নেতাকর্মীকে আটক করে।

বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জ্বল কুমার রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ওএস/এএস/নভেম্বর ১৫, ২০১৪)