রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনিতে গোকুলনগর মৌজার খাস খতিয়ানভুক্ত সম্পত্তি ইজারা পরবর্তী সময়ে বিভিন্ন মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে পরিত্রাণ পেতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে গোকুলনগরের সর্বস্তরের জনগণ। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে কোপাত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাহেব আলী, জলিল মোড়ল, আব্দুস সালাম, ফাতেমা খাতুন, কদবানু সহ আরও অনেকে।

বক্তারা বলেন, গোকুলনগরে খাস জমি স্থানীয়দের মধ্যে ইজারা দেওয়া হয়েছিলো। সম্প্রতি তা বাতিল করা হয়েছে। এরপর থেকে ইজারাদারদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে একটি পক্ষ। এসব হয়রানি ও মিথ্যা মামলা অবিলম্বে বন্ধ করার দাবি জানান বক্তারা।

(ওএস/এসপি/মার্চ ১৯, ২০২৪)