সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরব ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক ৬০ বছরের বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু হয়। ঘটনাটি ঘটে পৌর শহরের ভৈরবপুর মনামরা ব্রীজ সংলগ্ন ইনকামিং ৩০ ব্রিজের পশ্চিম পাশের এলাকায়। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল আলীম।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঘটনাস্থলে এসে প্রত্যক্ষদর্শীর তথ্যের ভিত্তিতে জানা যায়, আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে ইচ্ছাকৃত কাটা পড়েন। এতে তার দেহ খণ্ডবিখণ্ড হয়ে যায়। খবর পেয়ে তাৎখনিক পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহতের মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষ্যদর্শী পঞ্চবটি এলাকার মঞ্জু মিয়া জানান, আমি আশুগঞ্জ থেকে রেল লাইনের পাশ দিয়ে হেটে আসছিলাম। হঠাৎ দেখি একটি লোক রেল লাইনের পাশে বসে আছে। তখন তিতাস ট্রেনটি আসছিল। আমি তখন ওই লোকটিকে ডাকাডাকি করে বলেছিলাম ট্রেন আসছে। কিন্তু ওই লোকটি আমার ডাকে কোন সাড়া দেয়নি। আমার ধারণা ইচ্ছাকৃত ভাবে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।

ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল আলীম জানান, প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জেনেছি অজ্ঞাত বৃদ্ধ লোকটি আত্মহত্যা করেছে। তার পরিচয় সনাক্তের কাজ করছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(এসএস/এসপি/মার্চ ১৯, ২০২৪)