স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের মুকসুদপরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী।

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাগদী ইউনিয়নের ছাগলছিড়া (ডোমরাকান্দি) নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এসময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় । দেড় ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো। দুপুর ১২ টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাগদী ইউনিয়নের ছাগলছিরা (ডোমরাকান্দি) নামক স্থানে ঢাকা গামী গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও টেকেরহাট গামী একটি যাত্রীবাহী মাইক্রো বাসের মুখোমুখি সংঘর্ষ হয় । এসময় মাইক্রোবাসের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায় । এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ড্রাইভার ও ৪ নারী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া ওই মাইক্রোতে থাকা ৩ যাত্রী আহত হয়েছেন। নিহততের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ঢাকা পল্লবী এলাকার সালমা জামান (৩৫) । অন্য নিহতের বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে । খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে ।
আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাংগা হাইওয়ে পুলিশের এস আই নোমান ও মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক শফিকুল ইসলাম জানিয়েছেন, যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ে ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয়। প্রায় দেড় ঘন্টা উদ্ধার কাজ শেষে দুপুর ১২ টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আহত ৩জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওই দুই কর্মকর্তা।

(এমএস/এএস/মার্চ ২০, ২০২৪)