সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিরাটি একিট কোরান শিক্ষা কেন্দ্রে আগুন আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ১৫ জনকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

গত মঙ্গলবার উপজেলার হালিমা খাতুন মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম মোসাঃ হালিমা বেগম। তিনি উপজেলার খিরাটী গ্রামের মৃত সাহাবুদ্দিনের স্ত্রী।

প্রতিষ্ঠানের পরিচালক মো. আব্দুল সবুর বিষয়টি নিশ্চিত করে জাজান, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ধোয়ার সৃষ্টি হয়। তবে আগুন লাগার ঘটনা ঘটেনি। আতঙ্কে বয়স্ক নারীরা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কয়েকজন আহত হন। এ সময় একজন পড়ে গিয়ে মারা যান। আমাদের প্রতিষ্ঠানে দক্ষ ইলেকট্রিশিয়ান সব সময় থাকে, তাদের সহায়তায় বড় ধরনের আগুন লাগার ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সকালে খিরাটী গ্রামের ড. এম. এ. হাসান সাহেবের বাড়ির মাদ্রাসায় রমজান মাসে নারীদের কোরআন শিক্ষার ক্লাস চলছিল। ওই সময় নিচতলায় বিদ্যুৎ লাইনে সমস্যা দেখা দেয়। এ সময় ঘড় থেকে পোড়াগন্ধ ও ধোয়া বের হতে থাকে। ধোয়া দেখে লোকজন আগুন বলে চিৎকার করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে বয়স্ক নারীরা সিঁড়ি দিয়ে হুরাহুরি করে নামার সময়। এক বৃদ্ধা মহিলা পড়ে গিয়ে মারা যান। পরে তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানা অফিসার ইনর্চাজ মো. আবু বক্কর মিয়া বলেন, ‘এই ধরনের আগুন লাগা বা মৃত্যুর কোনো অভিযোগ কেউ করেনি।’

(এসকেডি/এসপি/মার্চ ২০, ২০২৪)