বগুড়া প্রতিনিধি : বগুড়ার সোনাতলা ও সারিয়াকান্দিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভুট্টা ও বোরো ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান।

সোনাতলা উপজেলা পরিষদ শনিবার বিকেলে চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি পুনর্বাসন কর্মসূচি রবির আওতায় বীজ বিতরন করা হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক চন্ডিদাস কুন্ডু, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমপি পতœী সাহাদারা মান্নান, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মোহাম্মদ জিয়াউল করিম শ্যাম্পো, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু, উপজেলা কৃষি কর্মকর্তা সালাহউদ্দিন সরদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল কাদের ও কৃষক রজব আলী। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আব্দুল মালেক, রবিউল ইসলাম খান, শাহজাহান আলী খন্দকার, ফিদা হাসান খান টিটো, ফরহাদ হোসেন জুয়েল, শামীম রাব্বী, নূরে আলম লিখন, শাহনেওয়াজ তালুকদার বাবু, মানিক সরকার, সাধারণ সম্পাদক আলী আজম খান প্রমূখ। অপরদিকে শনিবার দুপুরে সারিয়াকান্দি ডিগ্রী কলেজ মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ৩ হাজার ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে রবি মৌসুমে গম, ভুট্রা এবং বোরো ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। স্থানীয় এমপি আব্দুল মান্নান কৃষকদের মাঝে সার বীজ বিতরন করেন।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মো:শাকিল মাহমুদ,বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চন্ডিদাস কুন্ড,অতিরিক্ত পরিচালক বজলুর রশিদ রাজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান,সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন,উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল মোঃ সামসুদ্দিন ফিরোজ, মতিউর রহমান মতি, প্যানেল মেয়র খন্দকার খোরশেদ আলম, বোহাইল ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা টুকু, সদর ইউপি চেয়ারম্যান সাহাম্মদ করিম,কর্ণিবাড়ি ইউপি চেয়ারম্যান আজাহার আলী মন্ডল প্রমূখ।

(এএসবি/অ/নভেম্বর ১৫, ২০১৪)