সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে পাঁচ দিন ধরে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে শনিবার সন্ধ্যায় তাদের সাগর থেকে উদ্ধার করা হয়। ‘এফ বি হানিফ মুন্সি’ নামের এই ফিশিং ট্রলার থেকে উদ্ধার করা ১২ জেরেরা হচ্ছেন, মাঝি মাসুম মৌলভী, আব্দুর রহিম, নিজাম উদ্দিন, হানিফ, আমিন, মেহেদী, মোশারফ, রুস্তম খলিফা, মেহেদী হাসান, শাহজাহান, অলিউল আসলাম ও জালাল।  উদ্ধারকৃত জেলেদের সবার বাড়ী বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। উদ্ধার করা এসব জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দিয়ে সুস্থ্য করে আজ রবিবার সকালে তাদের ফিশিং ট্রলারসহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসীর ইবনে মহসীন এ তথ্য নিশ্চিত করে জানান, বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে এফ বি হানিফ মুন্সি নামের একটি ফিশিং ট্রলারে করে ১২ জন জেলে গত ১৫ মার্চ মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। ১৯ মার্চ সকালে এফ বি হানিফ মুন্সি ফিশিং ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সাগরে ভাসতে থাকেন এসব জেলেরা। ট্রলারটি সাগরে ভাসতে বাসতে এক পর্যায়ে মোবাইল নেটওয়ার্কের মধ্যে এলে মাঝি মাসুম মৌলভী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে তাদের উদ্ধারে সাহায্য চান। জাতীয় জরুরি সেবা থেকে বিষয়টি মোংলা কোস্টগার্ডকে জানান হয়। মোংলা কোস্টগার্ড পাঁচ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ওই ফিশিং ট্রলারটিতে থাকা মাসুম মৌলভীর মোবাইল নম্বর ট্রাকিং করে তাদের অবস্থান নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় কোস্টগার্ডের সুন্দরবনের দুবলা এবং কচিখালী স্টেশনের সদস্যরা তাদের উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারের পরপরই ১২জন জেলেকে প্রাথমিক চিকিৎসা ও খাবার দিয়ে প্রথমে সুস্থ্য করা হয়। রবিবার সকালে বরগুনার পাথরঘাটা উপজেলার উদ্ধারকৃত এসব জেলেদের ফিশিং ট্রলারসহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(এস/এসপি/মার্চ ২৪, ২০২৪)