রাজন্য রুহানি, জামালপুর : সমসাময়িক অর্থনৈতিক অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ভাতা এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে জামালপুরে মানববন্ধন ও কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা।

রবিবার (২৪ মার্চ) দুপুরে জামালপুর জেনারেল হাসপাতাল চত্ত্বরে ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ইন্টার্ন চিকিৎসক পরিষদের মূখপাত্র ডা. মঞ্জুরুল হাসান জীবন, ডা. এম এ কাভী সেকান্দার আলম, ডা. হৃদয় রঞ্জন দাস, ডা. সাদিয়া তাসনিমসহ ইন্টার্ন চিকিসকরা বক্তব্য রাখেন।

এ সময় ইন্টার্ন চিকিৎসকেরা বলেন, গত বছর ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্র্যজুয়েট ট্রেইনি চিকিৎসকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পর পোস্ট গ্র্যজুয়েট ট্রেইনি চিকিৎসকদের বেতন-ভাতা বাড়ানো হলেও ইন্টার্ন চিকিৎসকদের বেতন-ভাতা বাড়েনি। এতে বৈষম্যের শিকার হন তারা।

মানববন্ধনে বক্তারা বেতন-ভাতা বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি এবং একই সাথে তারা তাদের নিরাপত্তারও দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনের পর একই দাবিতে হাসপাতালের সহকারী পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করে আন্দোলনরতরা।

(আরআর/এসপি/মার্চ ২৪, ২০২৪)