নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ বলেছেন, আইনশৃঙ্খলা শান্তি বজায় রেখে মানবিক পুলিশ সম্প্রিতী হিসেবে সাধারণ মানুষের মধ্যে পুলিশ সেবার উন্নত মান বজায় রাখতে চাই। পুলিশ জনগণের বন্ধু,এটা বাস্তবে দেখাতে চাই। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভুইয়া সঠিক ও সুযোগ্য দিকনির্দেশনায় মুক্তাগাছা থানা পুলিশ সকল অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। এরই ধারাবাহিকতায় প্রত্যাহ মাদক, জুয়া, ছিনতাইয়ের বিরুদ্ধে অভিযান চলছে। 

তিনি বলেন, যে কোনো সেবা প্রত্যাসী জনগণের জন্য মুক্তাগাছা থানার দরজা সব সময় খোলা। এখানে কোনো দালালের অস্তিস্থ্য নাই, পুলিশ এখন জনবান্ধব, নারীবান্ধব, শিশুবান্ধব ও মানবিক।

ওসি ফারুক বলেন, অস্বীকার করার সুযোগে নেই, জনগনের সাথে পুলিশের গভীর সম্পর্ক স্থাপনে আমাদের আরও অনেক দূর যেতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে, এবং মনে করতে হবে আমরা শুধু ইউনিফর্ম পরিহিত জনগন, যা জনতারই একটা অংশ।

সাধারণ জনগনের মধ্যে পুলিশী সেবা পৌছে দিতে মুক্তাগাছা থানা পুলিশ ববদ্ধপরিকর, মানুষ থানায় এসে যেন কোনো ধরনের হয়রানী বা সেবা বঞ্চিত না হয়, সেই দিকে লক্ষ রেখে কাজ করছে মুক্তাগাছা থানা পুলিশ। সেই সাথে শতভাগ দূর্নিতীমুক্ত পুলিশী সেবা জনগণের দৌড়গোড়ায় পৌছে দিতে আশ্বাস ব্যাক্ত করেন ওসি ফারুক আহমেদ।

তিনি বলেন, মাদক, জুয়া, ইভটিসিং, বাল্যবিয়ে প্রতিরোধে থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। পুলিশ অপরাধীর ব্যাপারে শতভাগ ব্যাবস্থা নিতে বদ্ধ পরিকর, মাদক, জুয়ামুক্ত মুক্তাগাছা উপজেলা গঠনে জিরোটলারেঞ্জ মুক্তাগাছা থানা পুলিশ। মাদক, জুয়ার সাথে কোন প্রকার আপোষ নাই, এসময় তিনি অপরাধ দমনে মুক্তাগাছা বাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন

উল্লেখ্য, তিনি এর পুর্বে ময়মনসিংহ গফরগাঁও থানার অফিসার ইনচার্জ হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।

(এনআরকে/এসপি/মার্চ ২৪, ২০২৪)