নবী নেওয়াজ, পাবনা : পাবনা র‌্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে পাবনা জেলার সদর থানাধীন সানাউল্লাহ ফুড প্রোডাক্টস এবং খান ফুড মিল নামক ফুড ব্যবসা প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্য দ্রব্য সামগ্রী তৈরী পূর্বক বাজারজাত করার প্রস্তুতি গ্রহণ করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে ২৪ মার্চ রবিবার দুপুর ১২.২০টা হতে ১টা পর্যন্ত র‌্যাব-১২, সিপিসি-২, পাবনার স্কোয়াড কমান্ডার এএসপি মনোয়ার হোসেন চৌধুরী এর নেতৃত্বে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, পাবনা এর সহকারী পরিচালক জনাব মাহমুদ হাসান রনি’কে সাথে নিয়ে র‌্যাবের একটি টহল দল ‘পাবনা জেলার পাবনা সদর সিংগা উত্তরপাড়া সাকিনস্থ জনৈক আরশেদ আলম(৪৫) পিতা-মৃত তাহাজ উদ্দিন এর "সানাউল্লাহ ফুড প্রোডাক্টস" নামক সেমাই/নুডুলস তৈরীর কারখানায়’ ভোক্তা অধিকার আইন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৪৩ ও ৫৩ ধারা ভঙ্গ করে "সানাউল্লাহ ফুড প্রোডাক্টস" ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন খাদ্য পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আরশেদ আলম(৪৫) পিতা-মৃত তাহাজউদ্দিন, সাং-সিংগা উত্তর পাড়া, থানা-পাবনা সদর, জেলা-পাবনা এর নিকট হতে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে উক্ত আভিযানিক দল পাবনা জেলার পাবনা সদর থানাধীন চরপাড়া সাকিনস্হ জনৈক আনজু খান (৪০), পিতা-মৃত আজিজুর রহমান এর "খান ফুড মিল " নামক সেমাই/নুডুলস তৈরীর কারখানায়’ ভোক্তা অধিকার আইন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৩ ধারা ভঙ্গের অপরাধে ‘খান ফুড মিল’ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আনজু খান (৪০), পিতা-মৃত আজিজুর, সাং-চরপাড়া, থানা-পাবনা সদর, জেলা-পাবনা এর নিকট হতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে ৩০,০০০/- (ত্রিশ) টাকা জরিমানা করা হয়।

উক্ত ব্যবসা প্রতিষ্ঠান দুইটির বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযোগ নং-৫০৮/২০২৩-২৪, এবং অভিযোগ নং- ৫০৯/২০২৩-২৪ তারিখঃ ২৪ মার্চ, ২০২৪ মোতাবেক সর্বমোট ৮০,০০০/- (আশি হাজার) টাকা জরিমানা করা হয়।

(এনএন/এএস/মার্চ ২৪, ২০২৪)