রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মোটরসাইকেল চোর সিন্ডিকেটের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ৩ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরের  একিট বাড়ির সামনে থেকে তিন চোর আটক ও দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

আটকৃতরা হলেন, কালিগঞ্জ থানার মহৎপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে শাহেদ গাজী (১৬), একই গ্রামের শেখ রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৭) ও দেয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে পাউখালী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শাহেদ হাসান(১৬)।

শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) অমিত মন্ডল জানান, ২১ মার্চ সকাল ১১টার দিকে শ্যামনগর উপজেলা পশু হাসপাতালের সন্নিকটে মডার্ন ক্লিনিকের গলি থেকে আব্দুল হামিদের ডায়াং ৮০ সিসি মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় শ্যামনগর থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন মোটর সাইকেল মালিক । সিসি ক্যামেরার ফুঁটেজসহ চুরির ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে ওই ফুঁটেজ দেখে শনিবার সকালে কালিগঞ্জ থেকে একাধিক ব্যক্তি চোর শনাক্ত করে শ্যামনগর থানাকে অভিহিত করেন। এরই ভিত্তিতে শনিবার দিবাগত রাত তিনটার দিকে তিনিসহ সহকারি উপপরিদর্শক দীপঙ্কর মন্ডল সঙ্গে ফোর্স নিয়ে কালিগঞ্জের বাজারগ্রামে এলাকা থেকে তিনজনকে আটক করেন। এ সময় পালিয়ে যায় একই গ্রামের দুঃখের ছেলে আলী হোসেন(১৫)। আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ি আব্দুল হামিদের মটর সাইকেলসহ আরো একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।# সাতক্ষীরা প্রতিনিধি। তাংÑ ২৪.০৩.২৪ ছবি আছে।

পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে একই জায়গা থেকে চোরাই কাজে ব্যবহৃত একটি টিভিএস কোম্পানির অ্যাপাচি মোটরসাইকেল ও চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেন। এ ঘটনায় আটককৃত ৩ জন ও পালাতক একজন সহ কয়েকজনকে অজ্ঞতানামা আসামি করে শ্যামনগর থানায় নিয়মিত মামলা হয়েছে। মামলা নং ২৮। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আটককৃত আসামিদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

(আরকে/এএস/মার্চ ২৪, ২০২৪)