রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোল যাত্রা উৎসব। এ উপলক্ষে শহরের শ্রীধাম শ্রী অঙ্গনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আজ ‌সোমবার সকালে মঙ্গল আরতি ‌, এরপর শ্রীঙগার আরতি অনুষ্ঠিত হয়।, এরপর বিকেলে শাস্ত্রীয় সংগীত, সন্ধ্যায় অভিষেক ‌ এবং সন্ধ্যা সাড়ে সাতটায় সন্ধ্যারতির কীর্তন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এছাড়া আগামীকাল মঙ্গলবার বিকেলে ‌শারদীয় সংঘের উদ্যোগে ‌দোল পূর্ণিমা উপলক্ষে ‌বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

এদিকে উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই শহরের শ্রী অঙ্গনে বিভিন্ন ভক্ত ও দর্শনার্থীদের আগমন লক্ষ করা গেছে। এ সংবাদ দেখা পর্যন্ত এখানে অনুষ্ঠান চলছিল। এদিকে, শুভ দোল যাত্রা অনুষ্ঠানে শ্রীঅঙ্গণে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়েছেন ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান।

(আরআর/এসপি/মার্চ ২৫, ২০২৪)