কেন্দুয়া প্রতিনিধি : স্বাধীনতা ও জাতীয় দিবসে সুপেয় পানির জন্য ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ফিল্টার বিতরণ করা হয়েছে। কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদের উদ্দগ্যে আজ মঙ্গলবার বেলা ৩টায় এসব ফিল্টার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের হাতে এসব ফিল্টার তুলে দেন। ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা ও ১টি উচ্চ বিদ্যালয় রয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সারোয়ার জাহান কাওছারের ভাষ্য কোমলমতি শিক্ষাথীদের সুপেয় পানি পান করার জন্যই এ উদ্দ্যোগ নিয়েছেন।

ইউ.এন.ও ইমদাদুল হক তালুকদার তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এটি একটি চমৎকার উদ্দ্যোগ। বিভিন্ন জাতীয় দিবসকে স্মরনীয় করে রাখার জন্যই এসব ভালো কর্মসূচী হাতে নেওয়া সকলেরই উচিৎ। নওপাড়া ইউনিয়ন পরিষদের এ উদ্দ্যোগ গ্রহণ করায় তিনি সাধুবাধ জানান।

(এসবি/এসপি/মার্চ ২৬, ২০২৪)