কেন্দুয়া প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কেন্দুয়া উপজেলার নওপাড়া ও রামপুর ক্লাস্টারে ৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বাইন্ডিং করা বাংলা খাতা বিতরণ করা হয়েছে। সরকারি ভাবে বরাদ্দকৃত স্লীপের টাকা থেকে এ উদ্যোগ নেওয়া হয়। ২৬ মার্চ স্বাধীনতা জাতীয় দিবসকে স্মরনীয় করে রাখতেই সাড়ে চার হাজার শিক্ষার্থীদের মাঝে এসব খাতা বিতরণ করা হয়। 

সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর্জা মোহাম্মদ সোহাগ জানান, ছাত্র/ছাত্রীদের এক বছরের হোম ওয়ার্ক করার জন্য বাইন্ডিং করা ১২০ পৃষ্ঠার বাংলা খাতা দেওয়া হয়েছে। এটি শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে। এছাড়া ৫৪০ জন মেধামী ছাত্র/ছাত্রীদের মাঝে রং পেন্সিল, জ্যামিতি বক্স ও পেন্সিল দেওয়া হয়েছে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের মাঝে এসব খাতা বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার শিক্ষার্থীদের হাতে এসব খাতা তুলে দেন। এদিকে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে ৩০২ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে শহিদ পরিবারের সদস্য যুদ্ধাহত ও সাধারণ বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।

(এসবি/এসপি/মার্চ ২৬, ২০২৪)