গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাসি চালিয়ে ৪২০ বোতল ফেনসিডিলসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়িগঞ্জ থেকে শনিবার গভীর রাতে এ সব ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটকরা হলেন, কোচের ড্রাইভার আবদুল মজিদ, সুপার ভাইজার মামুন, হেলপার মিজান, পাচারকারী মোকতারুল মিয়া ও শাহিন মিয়া।

পুলিশ জানায়, পঞ্চগড় থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনে ফেনসিডিল পাচার হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। চাপড়িগঞ্জ এলাকায় বাসটি পৌঁছলে তল্লাশি চালানো হয়। কোচটির র‌্যাকের মধ্যে বিশেষ ব্যবস্থায় রাখা ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। এ সময় কোচের ড্রাইভারসহ ৫ জনকে আটক করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম ফেনসিডিলসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটকদের দুপুরে আদালতে হাজির করা হবে।

(ওএস/এইচআর/নভেম্বর ১৬, ২০১৪)