টঙ্গীবাড়ী প্রতিনিধি : কুরবানির গরু "রাজাবাবু" বাকীতে কিনে এনে কুরবানী দিয়ে ১৭ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করায় টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলেনুর রহমান (৬০) সহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। 

গত বুধবার লৌহজং উপজেলার মসদগাঁও গ্রামের আবুল বাশার শেখের ছেলে আল-বারাকা ডেইরি ফার্মের মালিক নুরুল হক (৩৪) বাদী হয়ে মুন্সীগঞ্জ আমলী আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে মুন্সীগঞ্জ পিবিআই এর কাছে তদন্ত প্রতিবেদনের জন্য পাঠিয়েছেন।

মামলার অন্যান্য বিবাদীরা হলো মিলেনুর রহমানের ভাই শাহিনুর রহমান (৫৭), সওদাগর (৪৫), সেকেনুর (৪২) ও গোলেনুর (৬২)।

মামলা বাদী সূত্রে জানা গেছে, গত ২৭ জুন ২০২০ তারিখে মিলেনুর রহমান চেয়ারম্যান থাকাকালীন সময়ে মামলার অভিযুক্ত ভাইদের নিয়ে নুরুল হকের ডেইরী ফার্ম থেকে রাজাবাবু ঈদের দিন টাকা পরিশোধ করবে বলে বাকীতে কিনে আনেন। ঈদের দিন টাকা না দিয়ে নানা ওজুহাতে টাকা দিতে গড়িমসি করে। একপর্যায়ে টাকা দিতে অস্বীকার করলে আদালতে মামলা দায়ের করেন বলে জানান নুরুল হক।

মিলেনুর রহমান মুঠোফোনে জানান, গরু এনে কুরবানী দেয়া হয়েছে। স্পেন প্রবাসী ও দেশে থাকা ভাইয়েরা কুরবানির শরীক থেকেছে কিন্তু টাকা তাকে দেয়নি।

(এনডি/এসপি/মার্চ ২৮, ২০২৪)