সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে সাইবার অপরাধীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটককৃত আসামি উপজেলা কালিকাপ্রসাদ ঝগড়ারচর গ্রামের মো. কালাম মিয়ার ছেলে মো. সারোয়ার মিয়া (১৯)। আটকের পর তার কাছ থেকে ৭৪টি মোবাইল ও সাইবার অপরাধের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) দুপুরে এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ভৈরব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মো. ফাহিম ফয়সাল।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ মার্চ র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড সিদ্দিরচর রোড এলাকায় “মা-বাবার দোয়া টেলিকম”এ অভিযান পরিচালনা করে। এ সময় দোকান মালিক মো. সারোয়ার মিয়াকে আটক করে তার কাছে থাকা ৭৪টি অবৈধ মোবাইল ফোন, ওগঊও পরিবর্তন কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ওগঊও পরিবর্তন করা ডিভাইসসহ সংশ্লিষ্ট সরঞ্জামসহ ১২ লক্ষ টাকার মালামাল উদ্ধার করে।

এ বিষয়ে ভৈরব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মো. ফাহিম ফয়সাল বলেন, বর্তমান ইন্টারনেটের যুগে সবচেয়ে জটিল সমস্যার নাম হচ্ছে সাইবার ক্রাইম। কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে মোবাইলের ওগঊও পরিবর্তন করে অপরাধীরা নানা ধরনের অপরাধমুলক কর্মকা-ের সাথে জড়িত হচ্ছে। চুরি বা ছিনতাই করা মোবাইলের ওগঊও কোড পরিবর্তন করে অপরাধীরা অপরাধ কর্মকা- পরিচালনা করলেও তাদের চিহ্নিত করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কষ্ট সাধ্য হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন, ভৈরবে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা এই চোরাই বা ছিনতাইকৃত মোবাইল সংগ্রহ করে ওগঊও নাম্বার পরিবর্তন করে অপরাধীদের নিকট সরবরাহ করে আসছে। এসকল আসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে শুরু হয় স্থানীয় পর্যায়ে অনুসন্ধান। অনুসন্ধানের তথ্য অনুযায়ী কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ডে “মা-বাবার দোয়া” নামের একটি মোবাইলের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

আটক সারোয়ারকে সাইবার নিরাপত্তা আইন মামলা দিয়ে ভৈরব থানা পুলিশের মাধ্যমে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(এসএস/এসপি/মার্চ ৩০, ২০২৪)