স্টাফ রিপোর্টার, সাভার : ঢাকা জেলার সাভার প্রেসক্লাবের সামনে অপপ্রচারকারী মিঠুন সরকারের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করে সর্বস্তরের সাংবাদিক, সুধীজন ও এলাকাবাসী।

শনিবার (৩০ মার্চ) সকালে সাভার প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ডিইউজের সাবেক দপ্তর সম্পাদক বরুন ভৌমিক নয়ন, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আশ্চর্য, আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক অরূপ রায়, সাভার কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দীপক কুমার রায়, সাভার পৌর আওয়ামী লীগের যুগ্ম যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মাসুদ প্রমুখ।

এছাড়াও সাভারের হিন্দু ধর্মাবলম্বী প্রায় অর্ধশত ভুক্তভোগী মহিলা মানববন্ধনে অংশগ্রহণ করে অনেকেই বক্তব্য রাখেন।

এতে সভাপতিত্ব করেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব।

মানববন্ধনে বক্তারা বলেন মিঠুন সরকার নামে এক ব্যক্তি সাভার প্রেসক্লাবের সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে আসছে। এছাড়াও সাভার প্রেসক্লাবের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে ক্লাবের ভাবমূর্তি নষ্ট করে আসছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানান বক্তারা।

(টিজি/এসপি/মার্চ ৩০, ২০২৪)