স্টাফ রিপোর্টার : নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন আর্থিক লোকসান দিয়ে সেবা দেওয়া অন্যায় নয়। আর্থিক লাভের জন্য নয়, বরং সেবার লক্ষ্য নিয়ে আমরা এ ওয়াটার বাসের সেবা চালু করছি ।

রবিবার দুপুরে রাজধানীর সদরঘাট এলাকায় ওই ছয়টি ওয়াটার বাসের উদ্বোধন কালে তিনি এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

প্রতিদিন ছয়টিতে ২৫ হাজার টাকা লোকসান হওয়া সত্ত্বেও নতুন করে যাত্রা শুরু হলো আরও ৬টি ওয়াটার বাসের।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সার্ভে হওয়ার পর শিগগিরই নতুন এ ছয়টি বাসের সেবা শুরু হবে। প্রথমে টঙ্গীর তুরাগ নদী থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত নতুন বাসগুলো চলাচল করবে। প্রতিটি ওয়াটার বাসের সিট সংখ্যা ৪৬টি।

শাহজাহান বলেন, সংবাদমাধ্যমে বলা হচ্ছে প্রতিদিন ওয়াটার বাসে ক্ষতি হচ্ছে ৫০ হাজার টাকা। আসলে তথ্যটি সত্য নয়, প্রকৃত তথ্য হলো প্রতিদিন ২৫ হাজার টাকা লোকসান হচ্ছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চোখের ডাক্তার দেখানোর পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, খালেদা জিয়া বর্তমান সরকারের কোনো উন্নয়নই দেখতে পাচ্ছেন না। না দেখতে পাওয়ারই কথা। কেননা ওনার চোখে ছানি পড়েছে। বয়স হয়ে গেলে চোখে ছানি পড়বেই।

তিনি বলেন, নিজেদের পকেট ভারি, সম্পদ বৃদ্ধি যদি উন্নয়ন হয় তাহলে বর্তমান সরকার কোনো উন্নয়ন করে নি।

সত্যকে সত্য বলার আহ্বানও জানান তিনি।

সম্প্রতি খালেদা জিয়া কিশোরগঞ্জ জনসভায় যে বক্তব্য দিয়েছেন সেই প্রসঙ্গ টেনে তিনি এসব কথা বলেন।

(ওএস/এএস/নভেম্বর ১৬, ২০১৪)