রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : চুলা ধরানোর সময় সিলিন্ডার থেকে বের হওয়া গ্যাসে আগুন ছড়িয়ে পগে চারজন দগ্ধ হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। মারাত্মক দগ্ধ তিনজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, পুরাতন সাতক্ষীরার মৃত জ্যোতিষ চন্দ্র ম-লের ছেলে গুণীন্দ্রনাথ মন্ডল (৬৮), তার স্ত্রী কল্যাণী মন্ডল (৫৮), তাদের বাড়ির গৃহপরিচারিকা দেবলা দেবনাথ (৩৫) ও গুণীন্দ্রনাথের বেহান কালিগঞ্জের নলতা গ্রামের জগবন্ধু সরদারের স্ত্রী কাকলি সরদার (৫৫)।

গুণীন্দ্রনাথ মন্ডল জানান, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে তার স্ত্রী কল্যাণী রান্না করার জন্য গ্যাসের চুলা ধরাতে যান। এ সময় গ্যাস সিলিন্ডারের মুখ থেকে নিসৃত গ্যাসে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে আগুন লাগে তার স্ত্রীর কাপড়ে। তাকে রক্ষায় এগিয়ে গেে একে একে তার বেহান কাকলি, গৃহপরিচারিকা দেবলা দেবনাথ ও তিনি দগ্ধ হন। খবর পেয়ে পার্শ্ববর্তী আনছার ব্যাটালিয়ান সদস্যও ফায়ার সিভিল ডিফেন্স ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে।আশঙ্কাজনক অবস্থায় তিনি ছাড়া বাকী তিনজনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, আহতদের চিকিৎসা চলছে। তারা ভাল আছে।

(আরকে/এসপি/মার্চ ৩১, ২০২৪)