স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ঢাবির ভর্তি ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ শুরু হচ্ছে বুধবার (৩ এপ্রিল)।

ঢাবির ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ভর্তিযোগ্য বিষয়ের তালিকা দেখতে পাবেন শিক্ষার্থীরা।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর সমন্বিত অবস্থা এবং ভর্তিযোগ্য বিষয়সমূহ জানতে লগইন করে ‘ভর্তিযোগ্য বিষয়সমূহ’ মেনুতে ক্লিক করতে হবে। এরপর বিষয়গুলো দেখতে পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

জানা গেছে, প্রথম দফায় উত্তীর্ণদের ভর্তি শেষে ওয়েটিং লিস্ট থেকে ডাকা হবে।

এরইমধ্যে বিজ্ঞান এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এ সংক্রান্ত তারিখও প্রকাশ করেছে। ভর্তি শেষে নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ জুলাই থেকে শুরু হবে।

(ওএস/এএস/এপ্রিল ০২, ২০২৪)