নড়াইল প্রতিনিধি : নড়াইলে বিলের মধ্যে থাকা ধান ক্ষেতে জরুরি অবতরণ করেছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নড়াইল ডিএসবি পুলিশের এসআই আব্দুল মতিন।

জানা যায়, বাংলাদেশ বিমানবাহিনীর পিটি ৬-২৭২০ মডেলের একটি প্রশিক্ষণ বিমান দুপুর ১টা ৩৪ মিনিটে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ২টা ৪৫ মিনিটে নড়াইল সদর উপজেলার মাজিপাড়া ইউনিয়নের তারাশী মধ্যপাড়া বিলের মধ্যে ধান ক্ষেতে জরুরি অবতরণ করে।

পরে বিমানে থাকা মাফুজ ও নাদিম নামের দুই পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করে অন্য একটি হেলিকপ্টার যোগে যশোর বিমানবাহিনীর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। স্থানীয় পুলিশ ও বিমান বাহিনীর কর্মকর্তারা সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।

(আরএম/এএস/এপ্রিল ০৩, ২০২৪)