কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এক কিশোরীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গড়ুরা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কিশোরী পূর্ণিমা খাতুন (১২), তজিবর রহমান (৫২), বাচ্চু (৪৫), বাবুল (৩৩), কালু (৩৫), মোহন আলী (২৫), সেন্টু (২২), মুন্না (১৮), সাহাজুল (১৩), ইউসুফ আলী (৬০), লালু (২৮) ও কালাকে (২৫) দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।


এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই গ্রামের তজিবর রহমানের জমি একই এলাকার ইউসুফ আলী জোর পূর্বক দখল নিতে গেলে উভয়ের মধ্যে কথা কাটকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় গ্রুপের ২০-২৫ জন দেশীয় ধারাল অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধলে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানের সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।

(কেকে/এএস/নভেম্বর ১৬, ২০১৪)