বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলার কবিরাজপাড়ায় স্কাউট সদস্যদের জন্য নির্মিত টিন সেডের একটি পরিত্যাক্ত ভবন থেকে রবিবার সকালে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, ৩টি পাইপগান, ২ রাউন্ড শর্টগানের কার্তুজ, ১০টি বোমা সাদৃশ্য বস্তু, ২টি চাইনিজ কুড়াল, ২টি ছোরা ও ২টি লোহার পাইপ।

তালতলী থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, কবিরাজ পাড়ায় অবস্থিত স্কাউট ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ওখানে কারা অস্ত্রগুলো রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। র‌্যাবের স্কট কমান্ডার এএসপি মো: হাবিবুর রহমান জানিয়েছেন, উদ্ধারকৃত অস্ত্রগুলো তালতলী থানায় জমা দেওয়া হয়েছে।

(এমএইচ/এএস/নভেম্বর ১৬, ২০১৪)