স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : ঘরমুখো মানুষের  ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে বঙ্গবন্ধু সেতু- ঢাকা মহাসড়ক  পরিদর্শন করেছে বাংলাদেশ হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার)।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) টাঙ্গাইল মহাসড়কের গোড়াই থেকে শুরু করে এলেঙ্গাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। এ সময় পুলিশ সুপার, টাঙ্গাইল (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সরকার মোহাম্মদ কায়সার বিপিএম তাকে ফুলের শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার) বলেন, পবিত্র ঈদে বাড়িমুখী যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যানজট নিরসনে মহাসড়কের গুরুত্বপুর্ন মোড় ও পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসানো হবে। মহাসড়ক এলাকায় আইনশৃংখলা রক্ষার্থে কোন ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড, ছিনতাই এর মত অপ্রীতিকর ঘটনা না ঘটে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি মহাসড়ক ও আঞ্চলিক সড়ক গুলোতে যানবাহন চলাচলে চালকদের লেন সঠিক রেখে চলাচল ও ট্রাফিক আইন মেনে যানবাহন চালানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(এসএএম/এএস/এপ্রিল ০৪, ২০২৪)