বাগেরহাট প্রতিনিধি : তৃণমূল থেকে নতুন খেলোয়াড় সৃষ্টির জন্য জাতীয় ক্রীড়া পরিষদের ব্যবস্থাপনায় বাগেরহাটে শুরু হয়েছে অনুর্ধ ১৮ বছর বয়সী সাইকেলিং প্রশিক্ষন শিবির। রবিবার বিকেলে বাগেরহাট খানজাহান আলী কলেজ মাঠে ৩৫ জন বালক বালিকা নিয়ে এ প্রশিক্ষন শিবিবের উদ্বোধন করেন বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সহসভাপত  মীর জুলফিকার আলী লুলু।

এসময়ে অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক শেখ হায়দার আলী বাবু , যুগ্ম সম্পাদক অমিত রায়, খোন্দকার আছিফ উদ্দিন রাখী, কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুক, শেখ ইলিয়াস হোসেন, শংকর পাল প্রমুখ।

জাতীয় ক্রীড়া পরিষদের সাইকেলিং কোচ সাইদুল ইসলামে ত্ববধানে ১৫দিনব্যাপী এসাইকেলিং প্রশিক্ষন বাগেরহাট জেলার বাছাইকৃত ২০ সাইকেলিস্টকে প্রশিক্ষন প্রদান করা হবে।

(একে/এএস/নভেম্বর ১৬, ২০১৪)