স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, দুটি আন্তর্জাতিক সংস্থার প্রধান হিসেবে বাংলাদেশের দুজন নির্বাচিত হওয়া কি এই সরকারের বৈধতা নয়? আজ যারা ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন, এটাই কি তাদের সমুচিত জবাব নয়?

চিফ হুইপ বলেন, আজ যারা নির্বাচন নিয়ে আলোচনার কথা বলছে, তাদের উদ্দেশে বলতে চাই, আলোচনা হতে পারে। তবে একাদশ সংসদ নির্বাচন নিয়ে। তাও ২০১৯ সালের পর। সেই পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে।

রবিবার বিকেলে দশম জাতীয় সংসদের ৪র্থ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপনকালে তিনি এ প্রশ্ন করেন। তিনি কার্যপ্রণালীবিধির ১৪৭ ধারায় এ প্রস্তাব উত্থাপন করেন।

(ওএস/এএস/নভেম্বর ১৬, ২০১৪)