মৌলভীবাজার প্রতিনিধি : জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশে শান্তি ফিরিয়ে আনবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

রবিবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টির জেলা সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশে প্রতিহিংসার রাজনীতি চলছে, দেশে শান্তি নেই একমাত্র জাতীয় পার্টিই এ প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে পারে। দেশ এখন অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আপনারা আমার সঙ্গে থাকুন, আমাকে সাহায্য করুন, জাতীয় পার্টি দেশের অশান্তি দূর করে দেশে শান্তি ফিরিয়ে আনবে। আমি চলে যাওয়ার পর এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি।

এরশাদ আরো বলেন, প্রতিহিংসার রাজনীতি করে বিএনপি দেশে গুম, হত্যা, জঙ্গিবাদের জন্ম দিয়েছে। দেশকে করেছে একটি অকার্যকর রাষ্ট্র, মানুষ তার পরিবর্তন চায়।

তিনি বলেন, জাতীয় পার্টি সব সময় শ্রমিকদের উন্নয়নে কাজ করেছে। কারণ জাতীয় পার্টি বিশ্বাস করতো, একটি দেশের উন্নতির চাবিকাঠি হচ্ছে কৃষক শ্রমিক। তাই জাতীয় পার্টি কৃষক শ্রমিকের ভাগ্য পরিবর্তনের কাজ করেছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সৈয়দ সাহাবউদ্দিন আহমদ।

(ওএস/এএস/নভেম্বর ১৬, ২০১৪)