কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : প্রতি বছরের মত এবারও ফরিদপুরের বোয়ালমারীতে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) হত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। 

আজ শনিবার সংস্থার বোয়ালমারী উপজেলা সদরের নিজস্ব কার্যালয়ে ৫ শত হত দরিদ্র নর নারীর মধ্যে ৫ কেজি চাল, আধা কেজি ডাল, ৩ কেজি আলু, আধা কেজি তেল, ১ কেজি লবণ, ১ প্যাকেট সেমাই, আধা কেজি চিনি ও গুড়া দুধের একটা বিশেষ প্যাকেজ বিতরণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের উপস্থিত থাকার কথা থাকলেও দাপ্তরিক জরুরি কাজের জন্যে তিনি উপস্থিত থাকতে পারেননি।

সংস্থার পরিচালক ( প্রশিক্ষণ) কাজী মসিউর রহমান কচিঘ ও সিনিয়র সহকারি পরিচালক খোন্দকার নজরুল ইসলাম সংস্থার পক্ষে দরিদ্র জনগোষ্ঠীর হাতে বিশেষ ঈদ উপহার তুলে দেন।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি কাজী হাসান ফিরোজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার এরিয়া ম্যানেজার কাজী ইমরুল হাসান, শাখা ব্যাবস্থাপক মো. রিজাউল হক ও মো.আমীর হোসেন।

পরিচালক কাজী মসিউর রহমান বলেন, বিশাল জনগোষ্ঠীর একাংশের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পেরে আমরা কিছুটা হলেও আনন্দিত। সমাজের সামর্থবানরা নিজনিজ সামর্থ্যের মধ্যে পাশের অভাবগ্রস্থ মানুষের পাশে দাড়ালে সমাজ থেকে কিছুটা হলেও অভাব মুক্ত হয়।

সিনিয়র সহকারী পরিচালক খোন্দকার নজরুল ইসলাম বলেন, আমরা প্রত্যেকে যদি নিজের চেয়ে অন্যকে বেশি অভাবি মনে করি, নিজে একটা জিনিস ভোগ না করে অন্যকে সুবিধা দেয়ার সুপারিশ করি, তার মধ্যে বেশি আনন্দ পাওয়া যায়। আপনি যদি আপনার প্রতিবেশিকে আপনার চেয়ে বেশি অভাবি মনে করেন, এক সময় দেখবেন, সেও আপনাকে তার চেয়ে বেশি অভাবি মনে করবে। আর সেদিনই সমাজ থেকে অশুভ প্রতিযোগিতা, হানাহানি দূর হবে।

(কেএফ/এসপি/এপ্রিল ০৬, ২০২৪)