সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : শুধু কথায় নয়, গ্রাহক মৃত্যুর পর কাগজপত্র জমা দেওয়ার চার দিনের মাথায় মৃত্যু দাবির চেক প্রদান করে সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড প্রমাণ করল শুধু কথায় কাজে বিশ্বাসী। 

আজ শনিবার দুপুরে সোনালী লাইফ ইন্সুরেন্স লিমিটেড কেন্দুয়া উপজেলা শাখার আয়োজনে চিরাং ইউনিয়নের সাজিউড়া উচ্চ বিদ্যালয়ে এক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সোনালী লাইফ ইন্সুরেন্সের নেত্রকোণা জেলার সিনিয়র ইউনিট ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা ব্রজ গোপাল সরকার।

তিনি দাবি করে বলেন, সাজিউড়া গ্রামের গ্রাহক খায়রুল মিয়ার মৃত্যুর পর কাগজপত্র জমা দেওয়ার চার দিনের মাথায় গ্রাহকের মৃত্যু দাবির এক লক্ষ পনেরো হাজার নয় শত টাকার চেক নমীনিকে প্রদান করা হয়েছে। সোনালী লাইফ ইন্সুরেন্স কথায় নয় কাজে বিশ্বাসী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কান্দিউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, শিক্ষাবিদ আব্দুর রহমান স্মৃতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া।

এছাড়া মুখ্য আলোচক হিসাবে আলোচনা করেন সোনালী লাইফ ইন্সুরেন্সের এসিস্ট্যান্ট সেলস্ ম্যানেজার আরফিন বাদল রনি ও বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ফজলুল হক। এছাড়া অন্যান্যদের মধ্যে আলোচনা করেন সোনালী লাইফ ইন্সুরেন্সের নাজমুল হাসান ও চপল কুমার সরকার।

অনুষ্ঠানটির সার্বিক ত্বত্তাবধানে ছিলেন কেন্দুয়া উপজেলা শাখার ইউনিট ম্যানেজার মোঃ ওবায়দুল ইসলাম খান ইমরান। সভার সঞ্চালনা করেন কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সোনালী লাইফ ইন্সুরেন্স এর সুহৃদ সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা।

(এসবি/এসপি/এপ্রিল ০৬, ২০২৪)