রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সরকারি শিশু গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরা জেলা পরিষদের চতুর্থ শ্রেণীর কর্মচারী মোহাম্মদ আমিনুল ইসলামের বিরুদ্ধে। গত শুক্রবার সকাল নয়টার দিকে সাতক্ষীরার কদমতলা-বৈকারী সড়কের মল্লিক পাড়া মোড়স্থ রাস্তার ধারে ওই গাছটি কেটে নিয়ে যান তিনি। গাছটির আনুমানিক মূল্য বিশ হাজার টাকা।

স্থানীয় মোঃ মুজিবুল হক বলেন, শিশু গাছটি দীর্ঘদিন রাস্তার ধারে একটি ডোবায় পড়ে ছিল। গতকাল শুক্রবার সকাল ৯ টার দিকে দুইজন কাঠুরে নিয়ে জেলা পরিষদের পরিচয় আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি দ্রুত ওই গাছ কাটে। পরে ভ্যানে করে নিয়ে চলে যায়। আর আমাদেরকে বলে গাছ কেটে জেলা পরিষদে দিচ্ছি। তার কাছে গাছ কাটার কোন অনুমতি পত্র আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ঈদ বোনাসের জন্য গাছ কাটলে আবার লিখিত অনুমতি লাগবে কেন? তবে জেলা পরিষদের পাশের এক চায়ের দোকানদার জানান যে,ওই গাছ একটি স'মিলে বিক্রি করেছেন আমিনুল।

এ ব্যাপারে আমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েছি।

(আরকে/এসপি/এপ্রিল ০৭, ২০২৪)