একে আজাদ, রাজবাড়ী : পাংশায় জেলা পরিষদের ডাকবাংলােয় গার্ড অফ ওনার শেষে  রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, পোশাক শ্রমিকদের জন্য আগমী দু’দিন আলাদা বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। 

আজ রবিবার দুপুরে তিনদিনের সফর শেষে ঢাকায় ফেরার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন তিনি।

এ সময় রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদ যাত্রা নিরাপদ এবং স্বাচ্ছন্দের সাথে যেন তারা বাড়ি আসতে পারে এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি।’

সেই সাথে গার্মেন্টস শ্রমিকদের দাঁড়িয়ে যাওয়ার জন্য স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা ও আলাদা বগির ব্যবস্থাও নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এসময় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার।

(একে/এসপি/এপ্রিল ০৭, ২০২৪)