আব্দুল্লা আল মাসরুফ, কুমিল্লা : কুমিল্লার অন্যতম বৃহৎ মানবতাবাদী প্লাটফর্ম একতাই শক্তি  সামাজিক কল্যানমুখী সংগঠন কর্তৃক ২ শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

গত রবিবার বিকাল ৩ ঘটিকায় কুমিল্লার নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে ঈদ উপহার বিতরন করেন সংগঠনের দায়িত্বশীলরা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিউজ 24 এর কুমিল্লা জেলা প্রতিনিধি একতাই শক্তি'র প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির জীবন। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদাত হোসেন বিল্লাল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাগর ও নারী উদ্যোক্তা সংগঠন অনন্যা'র সাধারণ সম্পাদক শারমিন সুলতানা চৈতি'সহ ২০২৪-২৫ কার্যকারী কমিটির দায়িত্বশীলরা।

একতাই শক্তি সামাজিক সংগঠন দীর্ঘ ১৩ বছর যাবৎ কুমিল্লা'র অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের সেবায় কাজ করছে। তার ই ধারাবাহিকতায় সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষ'দের সাথে আসন্ন ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতেই তাদের এই উদ্যেগ বলে জানান সংগঠন'টির নেতৃবৃন্দ।

(এএম/এসপি/এপ্রিল ০৮, ২০২৪)