রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) উপলক্ষে ফরিদপুরে সাউন্ড বক্স বাজানো, আতশবাজি ও পটকা ফোটানো এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে ফরিদপুর জেলা প্রশাসন। একই সঙ্গে নিষেধাজ্ঞা না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বলে জনগণকে সতর্ক করা হয়েছে।

গত সোমবার জনসাধারণের উদ্দেশ্যে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

ওই গণবিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘এতদ্বারা ফরিদপুরের সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর এবং পহেলা বৈশাখ উপলক্ষে সাউন্ড বক্স বাজানো, পটকা ও আতশবাজি ফোটানো ও ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। একই সঙ্গে এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

(আরআর/এসপি/এপ্রিল ০৯, ২০২৪)