নড়াইল প্রতিনিধি : নড়াইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চালক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে নড়াইল-যশোর-বেনাপোল সড়কের দুর্বাজুড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত বাসচালক জাফরের বাড়ি যশোর জেলায়।

জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী লিটন ট্রাভেলস এবং যশোর থেকে ছেড়ে আসা বন্ধু কল্যাণ নামে একটি স্থানীয় বাস দুর্বাজুড়ি এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। আহতদের ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক স্থানীয় বাসচালক জাফর হোসেনকে (৪৫) মৃত ঘোষণা করেন। বাকিদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তুলারামপুর হাইওয়ে পুলিশের এসআই মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা পলেন, দুই বাসের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে বাসচালক নিহত হয়েছেন।

(আরএম/এসপি/এপ্রিল ১০, ২০২৪)