বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বমকে (৫৭) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এনিয়ে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, হামলা ও টাকা-অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলায় ৫৪ কেএনএফ সদস্যসহ মোট ৫৫ জনকে কারাগারে পাঠানো হলো।

বুধবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বান্দরবান চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসেনের আদেশের প্রেক্ষিতে কারাগারে পাঠানো হয় তাকে।

আসামি লাল লিয়ান সিয়াম বম (৫৭) রুমা বেথেল পাড়া এলাকার মৃত থন আলহ বমের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় গতকাল ৯ এপ্রিল রাতে রুমার বেথেল পাড়ায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বমকে গ্রেফতার করে। আজ বান্দরবান চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসেনের আদেশের প্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়।

কোর্ট পুলিশ পরিদর্শক একে ফজলু হক বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ব্যাংক ডাকাতির ঘটনায় ৫৩ জন কেএনএফ সদস্য ও ডাকাতিতে ব্যবহৃত জিপ গাড়ির চালকসহ মোট ৫৪ জনকে কারাগারে পাঠানো হয়েছিল।

(ওএস/এসপি/এপ্রিল ১০, ২০২৪)