রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শফিউল ইসলাম লিলন হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করছে প্রগতিশীল শিক্ষক সমাজ ও সমাজবিজ্ঞান বিভাগ। সোমবার সকাল ১০টা থেকে মানববন্ধন কর্মসূচি শুরু করে প্রগতিশীল শিক্ষক সমাজ। বেলা ১১টা থেকে সমাজবিজ্ঞান বিভাগ তাদের এ কর্মসূচিতে যোগ দেয়। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে।

এ ছাড়া পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোম ও মঙ্গলবার দুইদিন ক্লাস ও পরীক্ষা বর্জন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

এ কর্মসূচির পাশাপাশি সোমবার থেকে সাতদিন কালোব্যাজ ধারণ, সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে সোম ও মঙ্গলবার মানববন্ধন, জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং আগামী ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধনেরও ঘোষণা করা হয়েছে।

রাবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে শিক্ষক সমিতির জরুরি সভায় এসব কর্মসূচি ঘোষণা করা হয়।

(ওএস/এইচআর/নভেম্বর ১৭, ২০১৪)